top of page
Writer's picturesildarmillion

সাপেক্ষ যৌনতা কি?

Updated: Apr 12, 2022


সাপেক্ষ যৌনতা হলো শুধুমাত্র বিশেষ কোন পরিস্থিতিতে যৌন আকর্ষণ অনুভব করা । যারা শুধুমাত্র বিশেষ কোন পরিস্থিতিতে যৌন আকর্ষণ অনুভব করেন, তারা সাপেক্ষ যৌনচিত্ত।


এই বিশেষ পরিস্থিতি অনেক রকম হতে পারে। বিভিন্ন রকমের পরিস্থিতি, যার ফলে যৌন আকর্ষণ-এর উদ্দীপনা হতে পারে, তার উপর ভিত্তি করে কিছু পরিচয় আছে, যেমন –

  • ডেমিসেক্সচুয়াল (demisexual) – যাদের যৌন আকর্ষণ সৃষ্টির জন্য গাঢ় আবেগীয় সম্পর্ক প্রয়োজন হয়

  • ফ্রেসেক্সচুয়াল (fraysexual) – শুধুমাত্র অপরিচিত অথবা অল্প পরিচিত ব্যাক্তির প্রতি যৌন আকর্ষণ বোধ হয় (অর্থাৎ কাউকে ভালোভাবে জানলে, যৌন আকর্ষণ চলে যায়)

  • এনসেফালোসেক্সচুয়াল (encephalosexual) – কারও সাথে বুদ্ধিবৃত্তিক (ব্যক্তিত্ব বা মেধার প্রভাব) বন্ধন সৃষ্টি হলে তবে মাত্র যৌন আকর্ষণ বোধ হয়

  • আপ্রেসসেক্সচুয়াল (apressexual) – কারও প্রতি অন্য কোন ধরণের আকর্ষণ (মানসিক,বুদ্ধিভিত্তিক) অনুভব না করা পর্যন্ত তার প্রতি যৌন আকর্ষণ বোধ হয় না

  • রেসিপ্রসেক্সচুয়াল (reciprosexual) – অন্য কেউ নিজের প্রতি আকৃষ্ট হলেই কেবল মাত্র তাঁর উপর যৌন আকর্ষণ সৃষ্টি হয় অন্যথায় হয় না

  • গ্রেসেক্সচুয়াল (greysexual) – জীবনে খুবই কম কিংবা নির্দিষ্ট সময় ও পরিস্থিতিতে যাদের যৌন আকর্ষণ তৈরি হয় অথবা যাদের যৌন উত্তেজনা খুবই কম তীব্রতর হয়ে থাকে, তারা অনেক সময় নিজেদেরকে গ্রেসেক্সচুয়াল বলে পরিচয় দেয়।

সাপেক্ষ যৌনতা কেন অযৌনচিত্তের অন্তর্ভুক্ত?

সাপেক্ষ যৌনচিত্তরা যৌন আকর্ষণ বোধ করলেও তা খুবই কম সময়ের জন্য। তাঁদের জীবনের অধিকাংশ সময় অযৌনচিত্তের মতোই অতিবাহিত হয় এবং তাঁরা সাধারণ যৌনচিত্ত মানুষের চেয়ে একটু আলাদা প্রকৃতির হয়, অযৌনচিত্তের সাথে নিজেকে মানিয়ে নিতে পারেন এবং সাচ্ছন্দ্যবোধ করেন। এছাড়া অযৌনচিত্তের অধিকাংশ গুণ তাঁদের মধ্যে লক্ষ্য করা যায়। তা-ই তাঁদের কে অযৌনচিত্তের অন্তর্ভুক্ত বলা হয়ে থাকে।


রচনা: ঐশী, সম্পাদনা: কিশোর


স্বীকৃতি

এই রচনায় ব্যবহৃত পরিভাষা, অনুবাদ ও বিশ্লেষণ সৈকত চক্রবর্তী ও দীপা মাহবুবা ইয়াসমিনের সহায়তা নিয়ে


References

  • AVEN (The Asexual Visibility & Education Network), "The Gray Area", https://www.asexuality.org/?q=grayarea

  • LGBTA+ Wiki, "Category: Ace-spec identities", https://lgbta.miraheze.org/wiki/Category:Ace-spec_identity

  • sildarmlillion (July 20, 2021) “Assumptions, Assumptions Everywhere: Common Misconceptions of and about Aspec Folks “, WordPress Blog, https://sildarmillionsays.wordpress.com/overthinking-life/aspec-assumptions/




38 views0 comments

Comments


bottom of page