LETTER ARCHIvE
খোলা চিঠি
১.
আমার কাছে জীবনের শ্রেষ্ঠ মুহুর্তটা হলো, দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার মুহূর্তটা। কারন ঐ মুহূর্তের চিৎকারেই এক নতুন আগামীর জন্ম হয়।
২.
" বিয়ে করার জন্য সামান্য যে যোগ্যতাটা দরকার , সেটাও তোমার নাই। " আমার মায়ের মুখ থেকে অগণিতবার এ কথা শুনেছি গত সাত বছরে। বাবা যদিও প্রশংসাই করে বলে, 'আমার মেয়েটা আসলে অতিরিক্ত চরিত্রবান'। পারিবারিক কোণঠাসা জীবনে কেবলমাত্র ছোটবোন আমাকে বুঝতো বলেই ভাবতাম একটা সময় পর্যন্ত। তবে সে একদিন শুধুমাত্র হয়তো ঝগড়ায় জেতার জন্যই বলে বসলো , তোমার জীবনের সবচেয়ে বড় ব্যার্থতাই হলো তোমার 'অক্ষমতা'।
৩.
ঐ দেওয়ালে পিঠ ঠেকানো মুহুর্তটাতেই 'বাংলাদেশ এসেক্সুয়াল এসোসিয়েশনের জন্ম'
খোলা চিঠি
Change the text and make it your own. Click here to begin editing.
খোলা চিঠি
নিজের অভিমুখীতাটি যেদিন নিশ্চিৎ হয়েছিলাম, তখনো আমি পুরোটা দেশে আর একজনও অযৌন অভিমুখীতার মানুষকে আমি চিনি না। কোটি কোটি মানুষের মধ্যে নিজেকে কি করুনভাবে একা বোধ করছিলাম। আজীবন নিঃসঙ্গতার মতো ভয়াবহ সম্ভাবনা আমাকে গ্রাস করে ফেলেছিল, বারবার মনে হচ্ছিল, যদি একটাবার আমার পরিবারের কেউ আমার আতঙ্ক উপলব্ধি করতো, যদি অন্তত একবার আমাকে জরিয়ে ধরে বলতো, ‘আমরা পাশে থাকবো আজীবন’।
তবে সমাজ বিজ্ঞান বইয়ে লেখা পরিবারের সংগাটি সকলের জীবনের বাস্তবতার সঙ্গে মেলে না।
খোলা চিঠি
আমার মায়ের সেই প্রথম দিন থেকে আজ পর্যন্ত, একটা কথা –
"আমি তোমার মা, তোমাকে জন্মের আগ থেকে আমি জানি। তোমার জন্মের সময় কোন ত্রুটি নিয়ে তুমি জন্মাও নাই। অন্য মেয়ের শরীরের মতোই বেড়েছে তোমার শরীর। তারপরেও তুমি আমাকে বিশ্বাস করে বলো ঐসব"
খোলা চিঠি
আমার মায়ের সেই প্রথম দিন থেকে আজ পর্যন্ত, একটা কথা –
"আমি তোমার মা, তোমাকে জন্মের আগ থেকে আমি জানি। তোমার জন্মের সময় কোন ত্রুটি নিয়ে তুমি জন্মাও নাই। অন্য মেয়ের শরীরের মতোই বেড়েছে তোমার শরীর। তারপরেও তুমি আমাকে বিশ্বাস করে বলো ঐসব"
খোলা চিঠি
মা, তুমি বারবার বলতেছো, আমি নিজেকে না বদলালে আমার জীবনে ভয়াবহ কষ্ট আছে, যত দিন যাবে, ততই আমার কষ্ট বাড়বে।
আমার জন্যই তোমার এই বুড়ো বয়সে এতো কষ্ট। আর ঐদিকে ডাক্তার বলেছে- অরিয়েন্টশন কোন ঔষধ দিয়ে বদলানো যায় না।
এখন তুমিবলো- তুমি কি চাও আমি আত্মহত্যা করি ?
OUR PRIDE
Our Virtual Pride Parade
June 2021 (Pride Month)
Thanks to all of you who have contributed to our works. The journey is just beginning.
Join us in the journey. If you are interested in funding our upcoming projects
feel free to contact us.