top of page
Writer's picturesildarmillion

অপ্রেমময়ীতা কি? অপ্রেমীচিত্ত কি?


অপ্রেমময়ীতা কি? অপ্রেমীচিত্ত কি?

প্রেমময়ীতা (alloromanticism) হল প্রেম সম্পর্কে মানুষ চিত্তগত/অভ্যন্তরীণ ভাবে যা অনুভব করে এবং ইতিবাচক ভাবে নিজেদের যেভাবে প্রকাশ করে।


অপ্রেমময়ীতা (aromanticism) মানে চিত্তগত/অভ্যন্তরীণ ভাবে এই প্রেমের ব্যাপারগুলোর সাথে নিজেকে মেলাতে না পারা। তা হতে পারে প্রেমের আকর্ষণহীনতা অথবা প্রেমের আকাঙ্ক্ষাহীনতা অথবা প্রেমের আগ্রহহীনতা অথবা সম্পর্কিত অন্য কিছু। শুধু একটির অনুপস্থিতিকে অপ্রেমময়ীতা বলে, আবার সবগুলোর অনুপস্থিতিকেও অপ্রেমময়ীতা বলে।


কোনো ব্যক্তি যদি অন্য কোনো ব্যক্তির প্রতি প্রেমময়ী আবেগীয় আকর্ষণ বা প্রেমময়ী সম্পর্ক স্থাপনের একটি চিত্তগত/অভ্যন্তরীণ আকাঙ্ক্ষা অনুভব না করেন, তবে তাকে অপ্রেমীচিত্ত (aromantic) বলা যায়। সহজ ভাষায়, যারা প্রেমসম্পর্কিত আবেগীয় আকর্ষণ অনুভব করেন না, তাঁদের অপ্রেমীচিত্ত বলা হয়।


প্রেম ছাড়া ভালোবাসা'র সম্পর্ক কি সম্ভব?

অবশ্যই। বাবা-মা-এর সাথে, সন্তানের সাথে, ভাই-বোন-এর সাথে, এবং কিছু কিছু ক্ষেত্রে বন্ধু-বান্ধব-এর সাথে প্রেমবিহীন ভালোবাসা'র সম্পর্ক সম্ভব।


মনোবিজ্ঞানী রবার্ট স্টেনবার্গ ভালবাসাকে তিনিটি উপাদানের মধ্যে ভাগ করেছেন। সেই উপাদানটিকে একটি ত্রিভুজের মাধ্যমে প্রতিস্থাপন করেছিলেন। তিনটি উপাদান হল - আবেগ (যৌন অথবা রোম্যান্টিক আকর্ষণ), অন্তরঙ্গতা (গভীর অনুভূতি) এবং প্রতিশ্রুতি। এটা থেকে ধারণা করা যেতে পারে যে, অন্তরঙ্গতা, আবেগ, এবং প্রতিশ্রুতি – এই তিনটি উপাদান যদি ভালবাসার সাথে মিশে থাকে, তখন সেটাকে প্রেমময় সম্পর্ক বলা যেতে পারে। যদি ভালবাসার মধ্যে প্রতিশ্রুতি থাকে তবে অন্তরঙ্গতা অথবা আবেগ কম বা না থাকে, তখন সেটাকে অপ্রেমময় ভালবাসার সম্পর্ক বলা যেতে পারে।


আবেগীয় আকর্ষণ কি? প্রেমময়ী আকর্ষণ কি?

আবেগীয় আকর্ষণ হলো কারও সাথে আবেগীয় ঘনিষ্ঠতার ইচ্ছে। শারীরিক ঘনিষ্ঠতার ইচ্ছের অনুপস্থিতি তেও আবেগীয় ঘনিষ্ঠতার ইচ্ছে থাকতে পারে।


আবেগীয় আকর্ষণ থেকে প্রেম উপলব্ধি হয়, কিন্তু সব আবেগীয় আকর্ষণ প্রেমময়ী নয়। যেমন, আমরা সাধারণত পরিবার ও বন্ধুবান্ধবদের প্রতি অপ্রেমময়ী আবেগীয় আকর্ষণ অনুভব করি; এবং প্রেমিক/প্রেমিকার প্রতি প্রেমময়ী আবেগীয় আকর্ষণ অনুভব করি।


অপ্রেমীচিত্ত ব্যাক্তিরা প্রেমময়ী আবেগীয় আকর্ষণ অনুভব করেন না, কিন্তু তারা অপ্রেমময়ী আবেগীয় আকর্ষণ অনুভব করতে পারেন।


যারা প্রায়ই অথবা ঘনঘন অন্যের প্রতি প্রেমময়ী আকর্ষণ অনুভব করেন, তাদের কে বলা হয় প্রেমীচিত্ত (alloromantic)। যারা কারও প্রতি প্রেমময়ী আকর্ষণ অনুভব করেন না, তাদের কে বলা হয় অপ্রেমীচিত্ত (aromantic)।


যারা প্রেমীচিত্ত তারা কোন লিঙ্গের প্রতি আকর্ষণ অনুভব করেন, সেই ভিত্তিতে পরিচয় দেন। উদাহরণস্বরূপ সমপ্রেমী (homoromantic), বিষমপ্রেমী (heteroromantic), উভপ্রেমী (biromantic), সর্বপ্রেমী (panromantic), ইত্যাদি।


যারা শুধুমাত্র বিশেষ কোন পরিস্থিতিতে প্রেমময়ী আকর্ষণ অনুভব করেন, তারা সাপেক্ষ প্রেমীচিত্ত।

এই বিশেষ পরিস্থিতি অনেক রকম হতে পারে। বিভিন্ন রকমের পরিস্থিতি, যার ফলে প্রেমময়ী আকর্ষণ-এর উদ্দীপনা হতে পারে, তার উপর ভিত্তি করে কিছু পরিচয় আছে, যেমন –

  • ডেমিরোমান্টিক (demiromantic) – যাদের প্রেমময়ী আকর্ষণ সৃষ্টির জন্য গাঢ় আবেগীয় সম্পর্ক প্রয়োজন হয়

  • ফ্রেরোমান্টিক (frayromantic) – শুধুমাত্র অপরিচিত অথবা অল্প পরিচিত ব্যাক্তির প্রতি প্রেমময়ী আকর্ষণ বোধ হয় (অর্থাৎ কাউকে ভালোভাবে জানলে, প্রেমময়ী আকর্ষণ চলে যায়)

  • এনসেফালোরোমান্টিক (encephaloromantic) – কারও সাথে বুদ্ধিবৃত্তিক (ব্যক্তিত্ব বা মেধার প্রভাব) বন্ধন সৃষ্টি হলে, প্রেমময়ী আকর্ষণ বোধ হয়

  • আপ্রেসরোমান্টিক (aprestomantic) – কারও প্রতি অন্য কোন ধরণের আকর্ষণ (মানসিক,বুদ্ধিভিত্তিক,যৌন) অনুভব না করা পর্যন্ত তার প্রতি প্রেমময়ী আকর্ষণ বোধ হয় না

  • রেসিপ্ররোমান্টিক (reciproromantic) – অন্য কেউ নিজের প্রতি আকৃষ্ট হলেই কেবল মাত্র তাঁর উপর প্রেমময়ী আকর্ষণ সৃষ্টি হয় অন্যথায় হয় না

  • গ্রেরোমান্টিক (greyromantic) – জীবনে খুবই কম কিংবা নির্দিষ্ট সময় ও পরিস্থিতিতে যাদের প্রেমময়ী আকর্ষণ তৈরি হয় অথবা যাদের প্রেমের আগ্রহ খুবই কম তীব্রতর হয়ে থাকে, তারা অনেক সময় নিজেদেরকে গ্রেরোমান্টিক বলে পরিচয় দেয়।


Aromantic Coat of Arms

অপ্রেমীচিত্ত ব্যাক্তিরা কি অযৌনচিত্ত?

কিছু অপ্রেমীচিত্ত ব্যাক্তি যৌন আকর্ষণ অনুভব করেন, আবার কিছু অপ্রেমীচিত্ত ব্যাক্তি যৌন আকর্ষণ অনুভব করেন না। যৌন আকর্ষণ অনুভব করতে হলে প্রেম আবশ্যিক নয়।


অযৌনচিত্ত ব্যাক্তিরা কি অপ্রেমীচিত্ত?

কিছু অযৌনচিত্ত ব্যাক্তি প্রেমময়ী আবেগীয় আকর্ষণ অনুভব করেন, আবার কিছু অযৌনচিত্ত ব্যাক্তি প্রেমময়ী আবেগীয় আকর্ষণ অনুভব করেন না। প্রেম অনুভব করতে হলে যৌন আকর্ষণ আবশ্যিক নয়।


শারীরিক ঘনিষ্ঠতার আকাঙ্ক্ষা ছাড়া প্রেম কিভাবে হয়?

প্রেম মানেই তো শুধু শারীরিক ঘনিষ্ঠতা নয়। প্রেমের অনেক বৈশিষ্ট্য রয়েছে। প্রেমপত্র লেখা, প্রেমিক/প্রেমিকাকে নিয়ে গান অথবা কবিতা লেখা, লেকের পারে ঘুরতে যাওয়া, একসাথে সিনেমা দেখতে যাওয়া – এরকম আরো অনেক কিছু রয়েছে যেগুলো প্রেমিক/প্রেমিকারা একসাথে করেন।


রচনা: ঐশী, সম্পাদনা : কিশোর, দীপা


স্বীকৃতি


এই রচনায় ব্যবহৃত পরিভাষা, অনুবাদ ও বিশ্লেষণ সৈকত চক্রবর্তী ও দীপা মাহবুবা ইয়াসমিনের সহায়তা নিয়ে


References

AVENwiki (modified January 19, 2021), “Aromantic”, Wiki, http://wiki.asexuality.org/Aromantic

Zee News (December 30, 2015), “প্রেম হয় ৭ রকমের, আপনারটা ঠিক কী রকম?” Zee News Lifestyle, https://zeenews.india.com/bengali/lifestyle/psychology-says-there-are-seven-types-of-love-find-out-which-one-is-yours_134867.html?fbclid=IwAR31yf2_U2pWmUo-tz7znUIUVeIYt47vA5a0SS7RfHBIvaGqOlm5OjlzXo4

26 views0 comments

Recent Posts

See All

Σχόλια


bottom of page