top of page

অযৌনতা কি? অযৌনচিত্ত কি? যৌন আকর্ষণ কি?

Updated: Apr 12, 2022



যৌনতা ও অযৌনতা কি? অযৌনচিত্ত কি?

যৌনতা (sexuality) হল যৌন বিষয় সম্পর্কে মানুষ চিত্তগত/অভ্যন্তরীণ ভাবে যা অনুভব করে এবং যৌন ইতিবাচক ভাবে নিজেদের যেভাবে প্রকাশ করে। এর মধ্যে জৈবিক, কামুক, শারীরিক, মানসিক, সামাজিক বা আধ্যাত্মিক অনুভূতি এবং আচরণ জড়িত।


অযৌনতা (asexuality) মানে চিত্তগত/অভ্যন্তরীণ ভাবে এই যৌনতার ব্যাপারগুলোর সাথে নিজেকে মেলাতে না পারা। তা হতে পারে যৌন আকর্ষণহীনতা অথবা যৌন আকাঙ্ক্ষাহীনতা অথবা যৌন আগ্রহহীনতা অথবা সম্পর্কিত অন্য কিছু। শুধু একটির অনুপস্থিতিকে অযৌনতা বলে, আবার সবগুলোর অনুপস্থিতিকেও অযৌনতা বলে।


কোনো ব্যক্তি যদি অন্য কোনো ব্যক্তির প্রতি যৌন আকর্ষণ বা যৌন সম্পর্ক স্থাপনের একটি চিত্তগত/অভ্যন্তরীণ আকাঙ্ক্ষা অনুভব না করেন, তবে তাকে অযৌনচিত্ত (asexual) বলা যায়। সহজ ভাষায়, যারা কারো প্রতি সাধারণত যৌন আকর্ষণ অথবা যৌন আকাঙ্ক্ষা অথবা যৌন আগ্রহ অথবা এরকম কোনো প্রকার অনুভূতি অনুভব করেন না তাঁদের অযৌনচিত্ত বলা হয়।


সাধারণত অযৌনতা কি, তা বোঝাতে গেলে আকর্ষণ-জড়িত ধারণা (concept) ব্যবহার করা হয়।


যৌন আকর্ষণ কি?

যৌন আকর্ষণ এক ধরণের শারীরিক আকর্ষণ। এর প্রভাবে দৈহিক সম্পর্ক স্থাপনে ইচ্ছে তৈরি হয়।


Sexual attraction flag designed by Amnisty on December 16th, 2020

যৌন আকর্ষণ, যৌন অভিমুখীতা, যৌন চাহিদা, ও যৌন উত্তেজনা – এসবের মধ্যে পার্থক্য কি?


যৌন আকর্ষণ (sexual attraction): এর মাধ্যমে কোনো একটি নির্দিষ্ট বৈশিষ্ট্য (সৌন্দর্য,ব্যক্তিত্ব ইত্যাদি)-এর কারণে কারো প্রতি দৈহিক আকাঙ্ক্ষার জন্ম কে বুঝানো হয়।


যৌন অভিমুখীতা (sexual orientation): বিভিন্ন লিঙ্গের প্রতি আকর্ষণ নির্দেশ করতে এ-কে ব্যবহার করা হয়। যারা প্রায়ই অথবা ঘনঘন অন্যের প্রতি যৌন আকর্ষণ অনুভব করেন, তাদের কে বলা হয় যৌনচিত্ত (allosexual)। যারা কারও প্রতি যৌন আকর্ষণ অনুভব করেন না, তাদের কে বলা হয় অযৌনচিত্ত (asexual)।


যারা যৌনচিত্ত তারা কোন লিঙ্গের প্রতি আকর্ষণ অনুভব করেন, সেই ভিত্তিতে পরিচয় দেন। উদাহরণস্বরূপ:

  • সমকামী (homosexual) - যারা সম লিঙ্গ-এর প্রতি আকর্ষণ বোধ করেন

  • বিষমকামী (heterosexual) - যারা বিপরীত লিঙ্গ-এর প্রতি আকর্ষণ বোধ করেন

  • উভকামী (bisexual) - যারা উভয় লিঙ্গ-এর প্রতি আকর্ষণ বোধ করেন

  • সর্বকামী (pansexual) - যারা সব লিঙ্গ-এর প্রতি আকর্ষণ বোধ করেন (জৈবিক লিঙ্গ,সৃজিত লিঙ্গ, বা লিঙ্গ পরিচয় কোনটাই তাদের যৌন আকর্ষনের/পছন্দের মধ্যে সীমাবদ্ধ নয়)

  • ইত্যাদি


যৌন চাহিদা (sexual desire or libido): শারীরিক পরিতৃপ্তির জন্য যে মানসিক চাহিদা অনুভূত হয় তাকে যৌন চাহিদা বলে। এ চাহিদা মিটাতে হলে নিজের সাথে যৌন সংযোগ করে (আত্মমৈথুন করে বা সঙ্গী ছাড়া নিজেই তৃপ্ত হওয়া যেমন: হাত ব্যবহার করে) করতে পারেন, অথবা অন্য কারও সাথে শারীরিক মিলনের মাধ্যমে করতে পারেন। সাধারণত, যার প্রতি যৌন আকর্ষণ অনুভূত হয়, তার সাথেই যৌন চাহিদা মিটানোর ইচ্ছে হয়, যদিও যৌন আকর্ষণ ছাড়াও অন্যের সাথে যৌন চাহিদা মিটানো যায়। সাধারণত, কারও প্রতি যৌন আকর্ষণ অনুভব না করলে, আত্মমৈথুন (masturbation) করেই চাহিদা পূরণ করা হয়।


শারীরিক ভাবে যৌন চাহিদা অনুভব না করলেও, যৌন মিলন করা যায়, যেমন: অন্যকে সন্তুষ্ট বা পরিতৃপ্তি কিংবা খুশি করার জন্য বা তার সাথে ঘনিষ্ঠ হওয়ার জন্য।


যৌন উত্তেজনা (sexual arousal): কোন প্রাসঙ্গিক উদ্দীপনার (উত্তেজনা সৃষ্টির কারণ) ফলে এক ধরণের শারীরিক প্রতিক্রিয়াই হলো যৌন উত্তেজনা। এই উদ্দীপনা (stimulus) হতে পারে চেহারা, আকার, অঙ্গ, ঘ্রাণ, গলার শ্বর, হাসি, ইত্যাদি। এই প্রতিক্রিয়া হতে পারে ঘেমে উঠা, হৃদস্পন্দন বৃদ্ধি, যৌনাঙ্গে উদ্দীপনা (stimulation)। যৌন আকর্ষণ ও যৌন চাহিদা থেকে যৌন উত্তেজনার সৃষ্টি হতে পারে যদিও যৌন আকর্ষণ ছাড়াও উত্তেজনার সৃষ্টি হওয়া সম্ভব। আবার যৌন উত্তেজনা থেকে যৌন চাহিদা সৃষ্টি হতে পারে।


যৌন চাহিদা ও যৌন উত্তেজনা অনুভব করতে হলে যৌন আকর্ষণ আবশ্যিক নয়।


উত্তেজনা মূলত শরীরতত্ত্বের সঙ্গে সম্পর্কিত, যেমন: কোন নারীদের মাসিকের আগের ও পরের কিছুদিন শরীরে উত্তেজনা তৈরি হতে পারে, অনেকের কামস্বপ্ন বা সুপ্তিস্থলনের (স্বপ্নদোষ) সময় শরীরে উত্তেজনা তৈরি হতে পারে। অনেক পুরুষের প্রভাত ঋজুকরণ (morning erection) (সকালে পুরুষদের যৌনাঙ্গ উত্থিত হওয়া)-এর মধ্য দিয়ে শরীরে উত্তেজনার সৃষ্টি হয়ে থাকে। এরকম উত্তেজনা যৌনচিত্ত ও অযৌনচিত্ত ব্যক্তি উভয়ই অনুভব করতে পারেন।


এই রকম উত্তেজনা মানে নয় যে চাহিদা বেশি। বেশি চাহিদা মানুষ আবার অল্প চাহিদা'র মানুষ একই রকম ভাবে উত্তেজনা অনুভব করতে পারে।


Physical Attraction Flag designed by Willow on December 26th, 2020

শারীরিক আকর্ষণ কত প্রকার ও কি কি?

বিভিন্ন মানুষের বিভিন্ন শারীরিক বৈশিষ্ট্যে আমরা আকর্ষণ অনুভব করতে পারি – চেহারা, আকার, অঙ্গ, ঘ্রাণ, গলার শ্বর, হাসি, ইত্যাদি। কিন্তু এই আকর্ষণ কি সবার জন্য সমানভাবে প্রযোজ্য?


হতেই পারে কিছু মানুষের এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া নেই। তাঁদের মনে এসব বৈশিষ্ট্য যৌনতার সৃষ্টি করে না কিন্তু তাঁরা এর সৌন্দর্য উপলব্ধি করে এর যথাযোগ্য প্রশংসা বা মূল্যায়ন করতে পারে। এটি আকর্ষণ নয়, এটি ইন্দ্রিয়নিক (নান্দনিক, শ্রবণ অথবা ঘ্রাণজ) রসাস্বাদন যাকে সৌন্দর্যের সঠিক মূল্যবিচারও বলা যায়। [sensory (aesthetic, auditory, or olfactory) appreciation]।


কিংবা হয়তো প্রিয় মানুষের পাশে থেকে তাঁর সাথে কথা বলতে কিংবা তাঁরকথা শুনতে ইচ্ছে করবে, এটি হল এটি ইন্দ্রিয়নিক (নান্দনিক, শ্রবণ অথবা ঘ্রাণজ) আকর্ষণ যা সৌন্দর্য কিংবা ব্যক্তিত্বের প্রতি স্বাভাবিক অনুরাগ হিসেবে অবহিত করা যায়। [sensory (aesthetic, auditory, or olfactory) attraction]। এটি যৌন আকর্ষণ নয়, কারণ এই অনুরাগে যৌনতা বা শারীরিক চাহিদা আবশ্যিক নয়। যদি এই আকর্ষণের সাথে শারীরিক চাহিদা যুক্ত হয় , তাহলে সেটা যৌন আকর্ষণে পরিণত হবে।

পছন্দের মানুষের কাছাকাছি থাকতে চাওয়া, তাঁকে জড়িয়ে ধরা কিংবা তাঁকে চুম্বন করার ইচ্ছে জাগতে পারে কিন্তু এটিও যৌন আকর্ষণ নয়। এটি হল নৈকট্যতাকামী আকর্ষণ বা কাছে পাওয়ার আকুতি হিসেবে প্রকাশ করা যেতে পারে। (sensual attraction or physical intimacy-based attraction) । জড়িয়ে ধরা ও চুম্বন দৈহিক মিলনের অন্তর্ভুক্ত নয়। যদি এই আকর্ষণের মাধ্যমে দৈহিক মিলনের ইচ্ছে তৈরি হয়, তাহলে সেটা যৌন আকর্ষণে পরিণত হবে।


অর্থাৎ, শারীরিক আকর্ষণ ৩ প্রকার – ইন্দ্রিয়নিক আকর্ষণ, নৈকট্যতাকামী আকর্ষণ, ও যৌন আকর্ষণ। কারও প্রতি যৌন আকর্ষণ বাদেও অন্যান্য শারীরিক আকর্ষণ বোধ করা সম্ভব। একজন অযৌনচিত্ত ব্যক্তি, যৌন আকর্ষণ বোধ না করেও অন্যান্য শারীরিক আকর্ষণ বোধ করতে পারেন।

শারীরিক আকর্ষণ বাদেও আরও অন্যান্য আকর্ষণ আছে – আবেগীয় আকর্ষণ (emotional attraction), মানসিক আকর্ষণ (mental or psychological attraction), ধীশক্তি (জ্ঞান বা বুদ্ধিভিত্তিক) আকর্ষণ (intellectual attraction), আধ্যাত্মিক (জন্ম, মৃত্যু বা অতিপ্রাকৃত বিষয় সংক্রান্ত বিশ্বাস সম্বন্ধে) আকর্ষণ (spiritual attraction), ইত্যাদি। আমরা প্রেম অনুভব করি এক ধরণের আবেগীয় আকর্ষণের কারণে। প্রেমের সাথে সাথে যৌন আকর্ষণ অনুভব করা আবশ্যক নয়। অযৌনচিত্ত ব্যাক্তিরা এইসব ধরণের আকর্ষণও অনুভব করতে পারেন।


রচনা: ঐশী, সম্পাদনা : কিশোর, দীপা


স্বীকৃতি

এই রচনায় ব্যবহৃত পরিভাষা, অনুবাদ ও বিশ্লেষণ সৈকত চক্রবর্তী ও দীপা মাহবুবা ইয়াসমিনের সহায়তা নিয়ে


References

  • AVEN (The Asexual Visibility & Education Network), "General FAQ", https://www.asexuality.org/?q=general.html

  • Coyote (September 29, 2013) “Differentiating Types of Attraction”, WordPress Blog, https://theacetheist.wordpress.com/2013/09/29/differentiating-types-of-attraction/

  • Hannah Witton (March 23, 2021) “Sexual Arousal, Desire and Attraction: What's the Difference?” YouTube, https://youtu.be/E9VG82JA1NQ

  • sildarmlillion (July 12, 2021) “Love is Complicated: Breaking Down Love, Attraction, Lust, and Attachment“, WordPress Blog, https://sildarmillionsays.wordpress.com/overthinking-life/breaking-down-love/

  • sildarmillion (August 30, 2021) “Romantic vs. Platonic: a distinction I find confusing”, WordPress Blog, https://sildarmillionsays.wordpress.com/overthinking-life/romantic-and-platonic-attraction/

  • sildarmillion (October 10, 2021) “Exploring Attractions”, WordPress Blog, https://sildarmillionjournal.wordpress.com/2021/10/10/exploring-attractions-introduction/


43 views0 comments
bottom of page